আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহ
আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে ইউটিউব থেকে ইনকাম এর সকল টিপস শেয়ার করব। মূলত যারা নতুন তাদের জন্য এবং যারা ইউটিউবিং শুরু করতে আগ্রহী বা মাএ শুরু করছেন তাদের জন্য আজকের পোস্ট। আজকে আমি ইউটিউব থেকে ইনকাম করার A to Z সবকিছু শেয়ার করব। মনোযোগ দিয়ে পরবেন আশা করি কিছু হলেও জানতে পারবেন।
প্রথম এ বলে রাখি, ভিডিও তৈরি করে ইনকাম করার সবচেয়ে সেরা সাইট হচ্ছে ইউটিউব। এটা হচ্ছে লম্বা সময় ধরে ইনকাম করার সবচেয়ে ভালো একটা মাধ্যম।এখানে যদি আপনি একবার নিজেকে ভালো একটা যায়গায় নিয়ে যেতে পারেন তাহলে আর আপনাকে পিছনে ফিরে তাকাতে হবে না। দিন দিন আপনার অবস্থান আরো উন্নত হবে।
ইউটিউব সাইটঃ- http://youtube.com
আমাদের প্রধান লক্ষ হচ্ছে ইনকাম করা। ইউটিউব থেকে ইনকাম করার জন্য আপনাকে কিছু শর্ত পূরণ করতে হবে। লাস্ট এক বছর এর মধ্যে আপনাকে এক হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘন্টা ওয়ার্চ টাইম কালেক্ট করতে হবে। এটা আপনি ইউটিউব চ্যানেল চালু করার পর যেকোনো এক বছর এ করলেই চলবে। তবে অবস্যই এটা একবছর এর মধ্যে করতে হবে। আপনি শর্ত গুলো পূরণ করতে পারলে মনিটালাইজেশন এর জন্য আবেদন করতে পারবেন। মনিটালাইজেশন এপ্রুব হলেই আপনার ইনকাম শুরু হবে।
এখন আমি আপনাদের ইউটিউব এর গুরুত্বপূর্ণ কিছু টিপস বলব। প্রথমে আপনাকে নিজে থেকে ভিডিও তৈরি করতে হবে। সবচেয়ে বেশি খেয়াল রাখতে হবে যাতে কপিরাইট না হয়। অন্যর ভিডিও বা এর অংশ, মিউজিক,থাম্বেল যেকোনো কিছু আপনার কন্টেন্ট এ যোগ করলেই কপিরাইট হবে। ৯০ দিন এর মধ্যে ৩ বার কপিরাইট হলে আপনার একাউন্ট ব্লক করে দেওয়া হবে।
তারপর এর বিষয় হচ্ছে এমন কোন কন্টেন্ট নিয়ে কাজ করবেন না যেগুলোতে মনিটালাইজেশন দেয় না। তাহলে আপনি যত সাবস্ক্রাইব আর ওয়ার্চ টাইম পান না কেন কোন লাভ হবে না। বিশেষ করে সাইড সো ভিডিও তে এডসেন্স দেওয়া হয় না। তারপর হচ্ছে যা খুশি ভিডিও করে ইউটিউব এ আপলোড করে দিবেন এমন করলে কখনো মনিটালাইজেশন পাবেন না।
এরপর কিছু সতর্কতা অবলম্বন করবেন। সাব ফর সাব কিংবা টাকা দিয়ে কখনো সাবস্ক্রাইব কিনবেন না। এগুলো করে কোন লাভ হবে না। কখনো আপনার চ্যানেল মনিটালাইজেশন হবে না। যেকোনো মূহুর্তে ব্লক করে দেওয়া হবে। ইউটিউব এর নিয়ম অনুযায়ী এগুলো এক ধরনের অপরাধ। আর এগুলো করে কখনো আপনার চ্যানেল উচ্চ পর্যায়ে আসতে পারবেন না।
আরো পড়ুন-
survey করে ইনকাম করুন। সেরা ইনকাম সাইট কোন ইনভেস্ট ছাড়া।

Online থেকে income করুন। bKash এ পেমেন্ট নিন।
ভিজিট করুনঃ-https://www.incometunes.com/online-income-bkash-payment/
Online typing job without investment .বাংলা লেখালেখি করে ইনকাম বিকাশ পেমেন্ট।it’s easy to earn!
ভিজিট করুনঃ-https://www.incometunes.com/online-typing-job-without-investment-its-easy/
Star click থেকে ইনকাম করুন। ppc এড সার্ফ করে ইনকাম।
ভিজিট করুনঃ-https://www.incometunes.com/star-click-income-ppc-add-sarfe/
ইউটিউব এ সফলতার উপায় এবং ভিডিও তৈরি না করে ইনকাম করার টিপস গুলো পরবর্তী তে শেয়ার করতে থাকব। আজকে পোস্ট টি কেমন লাগলো কমেন্ট এ জানাবেন। কোন কিছু জানার থাকলে কমেন্ট করবেন। ভালো থাকবেন সবাই। কথা হবে পরবর্তী পোস্টে।আল্লাহ হাফেজ
Md Meraj Islam
Visitor Rating: 1 Stars