
IP কি?
“IP” হল ইন্টারনেটর প্রোটোকল, তাই একটি IP Address হল একটি ইন্টারনেট প্রটোকলের Address। এর অর্থ হল ইন্টারনেট প্রটোকল এড্রেস। অতএব একটি ইন্টারনেট প্রটোকল এড্রেস হল অনলাইনের মাধ্যমে দুটি ডিভাইসে সংযোগ স্থাপনের জন্য, দুটি ডিভাইসের গন্তব্য চিহ্নিত করে ডাটা আদান প্রদানের একটি মাধ্যম।
IP Address দেখতে কেমন?
একটি IP Address এর চারটি ডিজিট থাকে, প্রত্যেকটিতে ১ থেকে ৩ ডিজিট (যাদের একত্রে একটি সেট বলা হয়) থাকে, আর ডিজিটের সেটকে আলাদা করার জন্য একটি ডট(.) থাকে। চারটি নম্বরের প্রত্যেকটি ০ থেকে ২৫৫ পর্যন্ত হতে পারে। এখানে একটি উদাহরণ দেখে নিই IP Address কেমন হতে পারে-78.125.0.209। এই চার সংখ্যার সুনিপন দক্ষতায় ফলে, আমারা ইন্টারনেটের মাধ্যমে খুব সহজেই এক-অপরের সাথে সংযোগ, বার্তা আদান-প্রদান করা সহ আরো অনেক কিছুই খুব সহজেই করতে পারি। এই সাংখ্যিক প্রোটোকল ছাড়া, পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে ওয়েবের মাধ্যমে ডাটা আদান-প্রদান করা অসম্ভব।
আপনি বর্তমানে যে কম্পিউটারে বসা আছেন সেই কম্পিউটার এখন কোনো আইপি ঠিকানা ব্যবহার করছে অর্থাৎ আপনার বর্তমান আইপি ঠিকানা কত তা জানার জন্য www.ip-adress.com ঠিকানায় যান। এখানে আপনি আরও জানতে পারবেন আপনার আইপি ঠিকানার অবস্থান এবং আইপি ঠিকানার আইএসপি।
আপনি ইচ্ছা করলে পৃথিবীর যেকোনো সাইটের আইপি ঠিকানা জানতে পারবেন। এর জন্য প্রথমে www.ip-adress.com/whois এই ঠিকানায় গিয়ে টেক্সবক্সে যেকোনো সাইটের এড্রেস লিখে IP Whois বাটনে ক্লিক করুন। তাহলে আপনি ওই সাইটটির আইপি ঠিকানা জানতে পারবেন এবং এর সঙ্গে ওই সাইটটির মূল্য, বিশ্বে এর অবস্থান, র্যাংকিং, সার্ভারের অবস্থানসহ আরও অনেক কিছু জানতে পারবেন।
আইপি কত রকম হতে প্যাঁরে?
আইপি অ্যাড্রেস স্ট্যাটিক বা ডাইনামিক হতে পারে। স্ট্যাটিক আইপি অ্যাড্রেস কখনো পরিবর্তন করা যায় না। স্ট্যাটিক আইপি অ্যাড্রেস দূরবর্তী কম্পিউটারের সাথে আপনার যোগাযোগ করার জন্য একটি সহজ এবং নির্ভরযোগ্য পন্থা। অনেক ওয়েবসাইট যারা ইন্টারনেট ইউজারদের বিনামূল্যে IP address এর সন্ধান, পরিসেবা প্রদান করে থাকে। আপনি যদি আপনার নিজের IP Address সম্পর্কে জানতে চান, আপনি গুগলেসার্চ দিয়ে সনাক্ত করতে পারেন।
Dynamic ip Address
Dynamic IP addresses অস্থায়ী এবং একটি কম্পিউটারে একটি নির্দিষ্ট সময়ের জন্য ইন্টারনেট ব্যবহার করা যায়। Static IP addresses সংখ্যায় কম হয়,কারণ অনেক ISPsরা্ এই সকল static IP Address থেকেই তাদের গ্রাহকদের মধ্যে এড্রেস শেয়ার করে দেয়। ফলে, কম খরচে বেশী গ্রাহককে সেবাপ্রদান করতে পারে।
Static ip Address:
যারা ভিওআইপি (ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকল) অনলাইন গেমিং, খুব সহজে অন্যান্য কম্পিউটারের ব্যবহারকারীদের সহজে চিহ্নিতকরণ এবং তাদের সাথে সংযোগস্থাপন করতে চান, তাদের Static IP Address ব্যবহার করা উত্তম। Dynamic IP Address এ Dynamic DNS service ব্যবহার করেও আপনি একটি অস্থায়ী বা one-time IP Address ব্যবহার করে অন্যান্য কম্পিউটারের ব্যবহারকারীদের সহজে চিহ্নিতকরণ এবং তাদের সাথে সংযোগ স্থাপন করতে পারবেন। এই প্রায়ই একটি অতিরিক্ত চার্জ যাতে কেটে না নেয়, অবশ্যই ISP এর সাথে চেক করে নেবেন।
Tawhid
Visitor Rating: 4 Stars
Freelancer Sabbir
very helpfull post for everyone .i like this a lot
Rifat
Post ta pora onek vlo laglo
Jowel Das Provas
khub valo ekti post, likha gulo khuboi shohoj ei bujha jacche, proxy IP er bepare kichu thakle aro valo hoto
Al-amin sarker
Visitor Rating: 5 Stars
Al-amin sarker
খুব সুন্দর ভাষায় গুরুত্বপূর্ণ বাষয় নিয়ে আলোচনা করেছেন। পড়ে ভাল লাগলো
Mohammad
অনেক কিছু জানলাম